চেনা গল্পের অচেনা পথগুলো
বড্ড বেশী চূর্ণ বিচুর্ন করে
থমকে দেয় গতি
দাঁড়িয়ে থাকে নিজের আঙিনায়


চেনা মানুষেরা অচেনা হয়
গল্পের প্রয়োজনে
জীবন থেমে থাকে না
এগিয়ে চলে নিজের পথপরিক্রমায়


চেনা পথগুলো
একেবেকে চলে সাপের মতো
জীবনের বাঁকে
সামনে এসে দাঁড়ায় গভীর খাঁদ


চেনা নদীর অচেনা স্রোত
ভাসিয়ে নেয় ছুয়ে দেয়ার স্বপ্নগুলো
ভাসমান কচুরি পানার মতো জীবন
বিস্মিত হয়, তখনো স্রস্টার পরিকল্পনায় আস্থা রাখে।


মিরপুর, ঢাকা
জুন ২৫, ২০২২, রাত ৮টা