চারিত্রিক বৈশিষ্ট্য
              -সরদার আরিফ উদ্দিন


তোমার  ঐ একগুয়েমি
আর রগচটা স্বভাব;
কোথাও ঠাই পাবে না, বলে রাখলাম
জীবনভর থাকবে অভার আর অভাব ।


কতবার বলেছি, নিজেকে এবার পাল্টে ফেল
মানিয়ে চলার চেষ্টা কর;
শুধু শুধুই কষ্ট পাও, গুমরে মর
চেষ্টা কর আবার হতাশ হয়ে মুষড়ে পর ।


কি হয় তোমার? সবার সাথে মানিয়ে নিলে
প্রয়োজনে মুখ বুজে থাকলে;
নিজের ভালোর জন্য, ইগো টাকে তুলে রাখলে
অর্জন শেষে, আবার না হয় পাল্টে গেলে !


নিজের স্বার্থ সবাই দেখে আগে
কেবল তুমিই থেকে গেলে সেকেলে;
চল্লিশ পেরোলো, পঞ্চাশ ছুঁই ছুঁই
        আর কবে, এখনও শিখলে না কিছুই।


চারিত্রিক বৈশিষ্ট্য বলে কথা
জেনেটিক কোড;
মোটিভেশন দিয়ে লাভ হবে না
        নিজের ইচ্ছা, নিজেরই বোধ ।
--১৭.০৯.২০১৭