চাকরি কেমন লাগছে??
বার বার একই প্রশ্নের সম্মুখীন হতে হয়;
চাকরি কি নিজের বউ! চাকরি কি ভাল-মন্দ লাগার বিষয়?
বাধ্যবাধকতার বিষয়
জীবিকার প্রয়োজনে বাধ্য, তাই চাকরি করা, তার বেশী কি?


জীবনের শ্রেষ্ঠ সময় কাটে
দিনে বেশীর ভাগ সময় কাটে, চাকরির সাথে;
তারপরও নিজের হয় না, আজ আছে, কাল নেই
বাধ্যবাধকতায় সময় কাটে, ফরমায়েশি জীবন যাকে বলে
মেনে নেয়ায় জীবন চলে, নয়তো  অকর্মণ্য ব্র্যান্ড কপালে জোটে।


মাস গেলে মাইনে পেলে
বিপদ থাকে পদে পদে,এর বেশী ভাবতে গেলে;
লো প্রফাইল এ মুক্তি মেলে
চলতে হয় চতুর্দিকে চোখ মেলে
ভাবনাগুলো বন্দী রাখে নিয়মের জাল ফেলে।


সবার সাথে সুসম্পর্ক, কারো সাথে নয় বৈরী;
ছাড় দেয়ার মানুসিকতায় তৈরি
চৌকস চাহনি
হঠাৎ দুয়েকটি কাজের ঝলকানি
মাঝে মাঝে প্রয়োজন একটু আতলামি ।


বছরের পর বছর
যুগের পর যুগ, চাকুরেদের জীবনের ছক
ব্যস্ত সময় কাটে, পূরণে প্রিয়জনের নানা হক;
শেষ প্রান্তে নিজেকে খুঁজে বেড়ানোর শখ
আর হয় না, ততদিনে সব শেষ, যাকে বলে ‘লক’।


জুন ০৭, ২০১৮
মিরপুর, ঢাকা