একটা সময়
একা থাকতাম কিন্তু নিঃসঙ্গ ছিলাম না
এখন
একা থাকি না, সবার মাঝেই থাকি
কিন্তু ভীষন নিঃসঙ্গতা অনুভব করি!!


একটা সময়
জীবনের সাথে আঠার মতো লেগে থাকতাম
এখন
জীবনের ভার বহন করে বেড়াই
নিজেকে জীবন থেকে বিচ্ছিন্ন মনে হয়।


একটা সময়
জীবন আমাকে আগলে রাখতো পরম যত্নে
এখন,
আমিই জীবনকে পাহারায় রাখি সর্বক্ষন
ভীষন রকম নিরাপত্তাহীনতায় থাকি।


একটা সময়
আমি আর জীবনের পথ একই ছিল
এখন
দুটো সমান্তরাল পথ
একই সাথে চলে কিন্তু সমান্তরাল দূরত্ব রেখে।


একটা সময়
জীবনের আকাঙ্ক্ষাগুলো সজীব ছিল
এখন
শরীরের প্যারালিইজড অংশের মতো
সারাক্ষন ঝুলে থাকে জীবনের সামনে।


মিরপুর, ঢাকা
জুন ২৬, ২০২২, ভোর ৬টা