আমার কাছে, দেবার মত
আর কিছু নেই;
বুক পকেটে আগলে রাখা
এক টুকরো ভালবাসা
ঝাঁকড়া চুলে
চিন্তা সমুদ্রে জীবন ছবি আঁকা ।


মূল্যহীন চিন্তা সমুদ্রের,
শব্দের ঢেউ
তোমার কাজে লাগে না
মূল্য দেয় না কেউ ।
ভাবনারা কোলাহল মুক্ত
বিস্বাদ সময় কাটে
শৃঙ্খল বন্দি জীবনে যুক্ত
অন্যথায় অভুক্ত ।


চিন্তা সমুদ্রে ভ্রমণ অপচয়
অনিশ্চতার ক্ষোভে ক্ষুব্ধ
সময়ের সাথে তোমার একক সখ্যতা
জীবনের যুদ্ধ।
অবুঝের আচরণ, চিন্তা সমুদ্রে বিচরণ
চিক চিক নেই সূর্য কিরণ
বিফল চেষ্টায়, তোমার একাকী ভ্রমন
চিন্তা সমুদ্রে ভাসে, ক্লান্ত নয়ন।


সেপ্টেম্বর ১৩, ২০১৮
কক্সবাজার