কষ্টগুলোকে নিয়ে
আমার ভাবনা শেষ নাই
কখনো মনে হয়, কষ্টগুলো চলমান
আজ প্রেমিকার সাথে দেখা হয়নি বলে কষ্ট
কাল মা’ টাকা দেয়নি বলে কষ্ট
বাবা একটি নুতন ল্যাপটপ কিনে দিল না, তাতেও কষ্ট
পরের দিন, ক্লাসে লুবনা আমার দিকে তাকায়নি
বলেও কষ্ট!!


কখনো মনে হয়
কষ্টগুলো ঘূর্ণায়মান
প্রেমিকা, ভাল রেজাল্ট, চাকরী, সফলতা
প্রোমোশন, উচ্চ ডিগ্রী, বিদেশ ভ্রমন, গাড়ী, বাড়ি......
হাতে গোনা কয়েকটি কষ্টই
বার বার ফিরে ফিরে আসে
নানা বয়সে, নানা রঙে, নানা ঢঙে ।


আবার কখনো
কষ্টগুলোকে ঢাকা শহরের বস্তির মত মনে হয়
বাড়তি জায়গা পায় না
একটির সাথে একটি, গায়ে গায়ে লেগে থাকে
তদবির নেই বলে,
ভাল রেজাল্ট এর দাম নেই, চাকরি হয় না
পরিবারে অযোগ্য বলতে কেউ দ্বিধা করে না
প্রেমিকার অপেক্ষা শেষ হয়
আমার জন্য আক্ষেপ করে না
ফেবুতে নুতন বরের সাথে ছবি দেখে
আমার কষ্ট লুকিয়ে থাকে না।


কষ্ট গুলোতে
ঈশ্বরের অভিশাপ মনে হয়
আদম হাওয়া’র অপরাধ
ঈশ্বর মেনে নেয়নি, আজও ভুলতে পারেনি
অপরাধের শাস্তি
পৃথিবীতে নিক্ষেপ, তারই ধারাবাহিকতায়
কষ্টগুলো জিইয়ে থাকে, চলতে থাকে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
কষ্টের শুরু এনং শেষ
দেখি না,
বাতাসে ভেসে বেড়ানোর মত
এখানে বৃষ্টি, ওখানে রোদ
অনেকটা আলো ছায়ার খেলা ;


পৃথিবীতে এত প্রকল্প হয়
‘কষ্ট দূরীকরণ’ প্রকল্প হয় না কেন?
অসীম ক্ষমতাধর নাকি কষ্টকে ছুঁতে না পারার অক্ষমতা?
কষ্টের আদৌ কোন অস্তিত্ব আছে ?
নাকি কষ্ট বিহীন কোন মানুষ আছে?
কষ্ট কি সার্বজনীন এক অনুভূতির নাম?
নাকি কষ্টকে জিইয়ে রেখে সুখের অপর নাম
নাকি পুরোটাই ‘এক কাল্পনিক অস্তিত্ব”????


অগাস্ট ১৬, ২০১৮
মিরপুর, ঢাকা