আমি আমার চোখের জলের
সাক্ষী হতে চাইনি
তোমারও না;
মা’র চোখের জলের সাক্ষীও হতে চাইনি
বাবারও না;
কিন্তু বার বার আমি চোখের জলেরই সাক্ষী হই


চোখের জল আমায় ছাড়ে না
পথশিশুর ক্ষুধার জ্বালা চোখ এড়ায় না
দানবগুলোর হিংস্রতা রুখতে পারি না
এখানে ওখানে ঘুরি
নিঃস্ব মানুষের চোখের জলে ডুবি
মানুষ হয়ে জন্মানোর অর্থ কি, তাই ভাবি


প্রতিদিন কর্মক্ষেত্রে
শোষণের জ্বালে আটকে মরি
সহকর্মীর চোখের জলের সাক্ষী হয়ে পরি
মুখোশগুলোকে সালাম দিতে থাকি
সীমাবদ্ধতার জাল থেকে বেরুতে না পারি
বার বার চোখের জলের সাক্ষী হয়ে, দিন শেষে বাড়ী ফিরি


আমার চোখের জলের সাক্ষী আমি
কস্টে থাকি আমি


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ২৪, ২০১৯