পাগলামিরও একটা সীমা থাকে
সব সীমা অতিক্রম করা
অসীমের পানে ছুটে চলা
নিয়তিকে অবজ্ঞা করা
এক ধরনের বোকামী


কিছু চাওয়া অপূর্ণ
থাকাই ভাল
প্রকৃতি অপূর্ণতা চায়
পূর্ণতারও আছে এক ভয়ংকর রূপ
অপূর্ণতা এক ধরনের সৌন্দর্য্য


মৌনতার মাফলারে
কিছু সুখ জীবন্ত থাকে
মূহুর্তের  মোহে ধবংস অনিবার্য
অন্তরের বটমূলে নিরাপদ আশ্রয়
একাকীত্বই একমাত্র নিরপরাধ প্রশ্রয়


মানব জীবন একটি  দ্বান্দিক প্রিজম
আমিত্বের অহংকার
ক্ষত চিনহের বর্তমান
আর অতীত রোমন্থন
মূহুর্তেই নিজেকে আবিস্কার এক “প্রান্তজন”


ফেব্রুয়ারি  ২৩, ২০২১
গাইবান্ধা