তুমি সব জায়গাতেই আছো
অথচ কোথাও নেই


সবাই ভাবে এই বুঝি তুমি এলে
একজন একটি বেশিই ভাবে


তুমি যখন যেখানে
শরীর, আত্মা, মনে মে্জাজে
সবটা দিয়েই থাকো,
পরক্ষনেই, পুরোটাই নাই হয়ে যাও


সবাই নিজেকে ভাবে
“আমি” আর “তুমি”
অথচ ভুল করে, ভুল ভাবে
তুমি থাকো আপন ভুবনে
তুমি যাকে খোঁজ
সে নেই এই পৃথিবিতে
তবুও খোঁজ, অন্যরা তোমাকে খোঁজে


তুমি সবার জন্য, সবার সাথে
কেউ একজনের সাথে না
তুমি শুধু তোমারই সাথে
আর অপেক্ষমানতার সাথে


ডায়না বলেছিলো
“আমি যাকে ভালোবাসি
সে ছাড়া পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে”
তুমি কি দ্বিতীয় ডায়না?


অদ্ভুত এক মায়াজা্লে
আটকে দিতে পারো সব
আবার ছিন্ন করতে পারো নিমিষে
পর্বত প্রমাণ ব্যক্তিত্বের ধারে


মানুষের বিভ্রান্তি
তোমার ভালো লাগা
মানুষের দীর্ঘশ্বাস
তোমার কিছুই করার নেই, ইচ্ছে করেই নাই
তুমি দূরে থেকে “দেবী”
কাছে এলেই “মানুষ”


লঞ্চ ভ্রমন/ঢাকা টু বরগুনা
অক্টোবর ১৫, ২০২২, রাত ৮টা