পৃথিবীর সবটুকু
ভূগোল জুড়ে থাকে মৃত্যু
নিশ্চিত, অবধারিত এবং সার্ব্জনীন।
ভালোবাসার ক্ষেত্রে এমনটা হয় না কেন?


প্রশ্নটা স্বাভাবিক, অবান্তর নয়।


মৃত্যু এবং ভালোবাসা
কি, একে অপরের প্রতিদ্বন্দ্বী?
মানুষ মৃত্যুর কাছে হেরে যায়, পরাজিত হয় না
ভালোবাসার কাছে আমরা প্রতিনিয়ত পরাজিত হই।


মৃত্যুর পরও ভালোবাসা জীবিত থাকতে পারে
ভালোবাসা জয় করতে পারে মৃত্যুকে
কিন্তু মানুষ ভালোবাসার কাছে নিজেকে হারায়
পরাজিতও হয়।


জ্লে, স্থলে, অন্তরীক্ষে
প্রেম আর মৃত্যুর রহস্য
জয়, পরাজয়, আর হেরে যাবার রহস্য
কে কবে উন্মোচন করতে পেরেছে?


ল্যন্ডস্কেপে মানুষের হা হা কার
মার্বেল পাথরের মেঝেতে ফিনাইলের গন্ধ
নিঃশ্বাসে গ্রহন করা অক্সিজেনে বুদবুদ
ধ্যানমগ্ন অন্ধকার সময়ের কাছেই মুক্তি।


কলেজ স্ট্রিট, কোলকাতা, ভারত
আগষ্ট ১৬, ২০২২, রাত ১০টা