আমি বেঁচে আছি এর কোন মানে নেই
ভাল নেই এর কোন মানে নেই
কেউ নেই এর কোন মানে নেই
অহেতুক জেগে থাকি এরও কোন মানে নেই


আমি কি ভাবি কিংবা না ভাবি
তার কোন মানে নেই
এসব লিখার ও কোন মানে নেই
কোন মানের-ই  কোন মানে নেই


পেছনে তাকানোর কোন মানে নেই
সামনে তাকাতে ভয় পাবার কোন মানে নেই
বর্তমানকে মেনে না নেয়ার কোন মানে নেই
মানে গুলোর কোন মানেই নেই


আমিত্বের কোন মানে নেই
মৃত্যু ভাবনার কোন মানে নেই
দীর্ঘজীবী হতে চাওয়ার কোন মানে নেই
একাকীত্বরও কোন মানে নেই


জ্যোৎস্না রাতের আলোয় থাকার কোন মানে নেই
ঘূর্ণিঝড়ের ভয়ে কাঁপার কোন মানে নেই
উচ্ছল কিংবা উৎশৃঙ্খল হবার কোন মানে নেই
কেবল শুন্য আবেগে থাকার ইচ্ছে হারাতে নেই।


কক্সবাজার
এপ্রিল ০৭, ২০১৯