জীবিকার কাজ ফেলে রেখে
স্টুডিওতে গান রেকর্ডিং;
রাতের আরামে ঘুম হারাম করে
কবিতা লেখা
কর্পোরেট আড্ডা বাদ দিয়ে
রাস্তার ধারে চায়ের স্টলে বসে থাকা;


অনেকের কাছেই পাগলামী
সময়ের অপচয়ে কিংবা;
নিছক বেহিসেবী মনে হতে পারে।
ভাবতে পারেন
বৈরাগ্য ভাবনায় আক্রান্ত অথবা
ধনী বাবা মায়ের বিলাসী সন্তান।


কোন ভাবনা, কোন ধারনাই
ভুল কিংবা শুদ্ধ নয়;
কেবল ভাবনার ভিন্নতা থাকে
উন্নাসিক ভাবনায় পিচ্ছিলতা থাকে বাঁকে বাকে।


পুজিবাদী ভাবনা, কর্পোরেট হাসি
জীবনকে ভোগ করতে শেখায়;
উপভোগ কিংবা উদযাপনে
অনাস্থা দাঁড় করায়;
নিজের জন্য নিজেকে রাখো
নিজেকে নিয়েই ব্যস্ত থাকো, নিজের জন্যই বাঁচো।


পুজির বিকাশ ঘটে
শিল্প কারখানায়, কর্পোরেট হাউসে
স্টক মার্কেটে;
পুজির উপকরন যোগান দেয়, কৃষক মাঠে;
কৃষক সংস্কৃতি, শিল্প সংস্কৃতি
তবুও পেছনে, তাচ্ছিল্যের ভারে থাকে।


মিরপু,র, ঢাকা
নভেম্বর ১৩, ২০২২, সন্ধ্যে ৬টা