তোমার নীরবতা পাহাড়ের মত
ঠাই দাঁড়িয়ে থাকে
ওপাশটা দেখতে পাই না
কতটা অবারিত জানা হয় না


সময়ের অসময়গুলো দূর দিগন্তে
সমুদ্রের মত
আকাশকে ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিনিয়ত
ওপাশটা জানা হয় না


তোমার ইচ্ছে অনিচ্ছে গুলো
জীপ করা ফাইলের মত
আন-জীপ সফটওয়্যার না থাকতে
খুলে দেখা হয় না, ভেতরটাও জানা হয় না


দিন এবং রাত্রির সীমানা
এক থাকে না
পরস্পর গায়ে লেগে থাকার মাহাত্ম
আজও বোঝা গেল না


তোমার কাছেই ফিরতে হবে
কাছে দূরে যেভাবেই থাকি
সত্যনুভুতিতে থাকে না ফাঁকি
কেবল ইচ্ছের প্রায়োগিকতায় আছে বাকি


কক্সবাজার
এপ্রিল ২৬, ২০১৯