বিশ্লেষণ -৪৩


একটা যুদ্ধ চাই কবি মোঃ হাবিবুর রহমান হাবিব এর অনন্য রুপক কবিতা।  আক্ষরিক ভাবে আমারা ‘যুদ্ধ’ প্রত্যয়কে নেগেটিভ শব্দ হিসেবেই জানি। যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই সংঘাত আবার যুদ্ধ মানেই অনিশ্চিত ভবিষ্যৎ । সুতরাং যুদ্ধ কোনভাবেই যুদ্ধ কাম্য নয়।  কিন্তু কবি এখানে উলটোটা চেয়েছেন, যুদ্ধ কে আক্ষরিক অর্থে ব্যবহার না করে বরং যুদ্ধকে একটি পজিটিভ উত্তরণের প্রক্রিয়া হিসেবে দেখেছেন।


আমাদের কোথায় কোথায় পরিবর্তন দরকার, কোথায় কোথায় সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে আর পরিবর্তন সম্ভব হবে না বরং প্রচণ্ড এক শক্তি প্রয়োগের মাধ্যমেই পরিবর্তন করতে হবে, সেটাকেই কবি যুদ্ধ নামে আখ্যায়িত করেছেন।  আমরা শিশুর অনাবিল হাসি চাই, আমারা নুতন প্রজন্মের জন্য বসবাস যোগ্য পৃথিবী চাই, আমারা শান্তি চাই, আমরা মানুষ সহ সকল প্রাণীর প্রকৃতির সাথে সম্পৃক্তা চাই, আমরা মায়াময় এক পৃথিবী চাই...... কিন্তু আমাদের এসব চাওয়া পূর্ণ হচ্ছে না, আমারা দীর্ঘদিন অপেক্ষা করছি, কোনভাবেই তার পরিবর্তন হচ্ছে না ফলে একটি যুদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সম্মিলিত শক্তির মাধ্যেমে, এর সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এসব পরিবর্তন আনয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।  কবির জন্য অনেক শুভেচ্ছা থাকলো।