আলোচনা  ১৬৭


বেশ মজার একটি কাব্য “আলসেমী”, রচনা করেছেন মুহাম্মদ নূর ইসলাম। কবিতার ইস্যু হিসেবে খুব একটা আকর্ষনীয় না হলেও, উপস্থাপনা দারুন !! আমি তো বেশ অনেকবার পড়েছি। কথায় বাস্তবতা আছে, ছন্দ আছে, যৌক্তিক উপস্থাপনা আছে, সেই সাথে আছে পুরো কবিতার একটি মূল বক্তব্য।


মুলত ‘আলসেমী’ বিষয়টকে কোন বিজ্ঞান, কোন ব্যক্তি কিংবা কোন প্রতিষ্ঠান কেউই সাপোর্ট করে না। সবার বক্তব্য একই, সবার আগে আলসেমী ছাড়তে হবে, এক্ষুনি শুরু করতে হবে, যা করতে চাও। সেটা বিখ্যাত ব্যক্তিদের উক্তি, মোটিভেশনাল স্পীকারদের উক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উক্তি,  ধর্ম গুরুদের উক্তি, ধর্ম গ্রন্থের উক্তি, ডাক্তারদের উক্তি এমনকি রাজনৈতিক ব্যক্তিদেরও উক্তি। সবাই একই কথা বলে, ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন ঢঙয়ে ।


কিন্তু অসল ব্যক্তি/মানুষেরা, সে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবি, যিনিই হউন না কেন, সবাই আলসেমী করে ভিন্ন ভিন্ন ভাষায়, ভিন্ন ভিন্ন ভঙ্গিতে, খুব পরিচিত কিছু উদাহরন দেয়া যাক-


১। বছরের শুরু থেকেই সিগারেট ছেড়ে দিবো, গত ২০/৩০ বছর একই কথা চলছে
২। আগামীকাল সকালে উঠবোই, সকালে উঠেই ফজরের সালাত আদায় করবো, আর সালাত কাযা করবো না
৩। এইতো, একটু আড্ডা দিয়েই পড়া শুরু করবো, কাল থেকেই আড্ডা কমিয়ে দিবো
৪। নুতন বছর থেকে নুতন নিয়মে, নুতন উদ্দ্যমে জীবন শুরু করবো, অনেক হয়েছে আলসেমী, আর না, এবার আমাকে এগিয়ে যেতেই হবে
৫। এইতো মাত্র ১০মিনিট ফেস বুকিং করবো, তারপরেই ফোন রেখে দিবো
৬। কাল থেকেই আমি নিয়মিত এক্সসারসাইজ করবো, স্বাস্থ্য ঠিক রাখতে হবে
৭। আচ্ছা একদিন না হাটলে কিছু হবে না, প্রতিদিনই তো হাটি (ডায়াবেটিক রুগী)
৮। আগামী শুক্রবার থেকে নিয়মিত মসজিদে যাবো, ভালো হয়ে যাবো
৯। সামনে সপ্তাহ থেকে দুপুরে আর ঘুমাবো না, দুপুরে ঘুমানো ভালো না
১০। কাল থেকে আর সময় নষ্ট করবো না, অনেক হয়েছে, এবার আমাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে।


কবি, এই কথাগুলোই বেশ মজা করে বলেছেন-


কাল থেকে ভালো হবো, তো আজ নয় কেন? এখন থেকেই নয় কেন?
কাল থেকে কাজ করবো, এখন থেকে নয় কেন?


অলস ব্যক্তিরা এভাবেই সময়ের অপচয় করে, আজ নয় কাল, কাল নয় পরশু করে, করে, একদিন দেখা যায় পুরো জীবনই শেষ হয়ে যায় কিংবা যথাসময়ের কাজ যথা সময়ে করা হয় না। তখন আর আফসোসের সীমা থাকে না।


ধর্ম বিষয়ক চর্চা এবং আলসেমীকে কেউ কেউ বলেছেন, এটা আসলে “শয়তানের থাবা” , শয়তান সারাক্ষন মানুষের মনে কুমন্ত্রনা দেয়, আজ নয় কাল থেকে, এখন নয় তখন থেকে ইত্যাদি।


পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিদের ভাষন শুনেছি, কিন্ত আমাদের জাতির পিতার ভাষন এর একটি কথা আমাকে সব সময় মুগ্ধ করে-


“যার যা কিছু তাই নিয়ে ঝাপিয়ে পরো, শত্রুর মোকাবেলা করতে হবে”


তিনি বলেননি, একটু অপেক্ষা করো, ভারত থেকে সাহায্য আসবে, আমরা পাকিস্তানীদের সাথে যুদ্ধ শুরু করবো, উনি বলেছিলেন, এক্ষুনি শুরু করো, কাল থেকে নয়, এখন থেকে, কারো সাহায্যের অপেক্ষা নয়, যার যা কিছু আছে, তাই নিয়ে”- কি অসাধারন এক বক্তব্য, কি অসাধারন এক মোটিভেশনাল বক্তব্য!!!


কবি শেষ করেছেন দারুন ভাবে-


আজকে যেটুকু সাধ্যে কুলায়
সময় সুযোগ লাগাও কাজে,
কালকের জন্য রাখার অভ্যাস
আলসেমি রোগ- ভীষণ বাজে।


দারুন এক কাব্য উপহার দেয়ার জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা