আলোচনা ১১৬


সাধারণত কবিতার বিষয়বস্তু হিসেবে দেখি, প্রেম- বিরহ, না পাওয়ার বেদনা- হাহাকার, একাকীত্বের দহন, শুন্যতার অনুভুতি, মৃত্যু ভাবনার কাতরতা, স্বপ্ন ভঙ্গের আহাজারি, নস্টালজিয়া-ফেলে আসা দিনে ফিরে যাবার আকুতি, বিচ্ছিন্নতাবোধের কষাঘাত কিংবা আগ্রাসন এবং শোষণের কালো হাত। জীবনের ঋণাত্মক অনুভূতিগুলোই বেশীর ভাগ সময়ে ঘুরে ফিরে আসে কবিতার অনুষঙ্গ হিসেবে।  কবি এবং কবিতাকে জরাজীর্ণ, ম্রিয়মাণ, ভেঙে পড়া, কুঁজো হয়ে থাকা এক ইমেজকে প্রতিনিধিত্ত করে।  পাঁচ থেকে দশ শতাংশ কবিতা এর বাইরে অবস্থান করলেও সামগ্রিকতাকে প্রতিনিধিত্ব করে না। মাঝে মাঝেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ি, কবিতায় ধনাত্মক অনুষঙ্গগুলো অতটা আবেদন নিয়ে প্রকাশ করা যায় না কেন? লেখক বা কবিরাই পারে না নাকি পাঠক নিতে চায় না? দুঃখ বিলাসের মধ্যেই কি পাওয়ার পূর্ণতা? সে এক ভিন্ন বিতর্ক, আজকের আলোচনা কবি অসিত কুমার রায় (রক্তিম) এর কাব্য ‘কিছু স্বপ্ন রেখে দিও’, যা এক ভিন্ন মাত্রার উপহার।


সব স্বপ্নই সফল হয় না, বাস্তবে রূপদান সম্ভব হয় না, কিন্তু কবি এক উদাত্ত আহ্বান রেখেছেন স্বপ্নকে জিইয়ে রাখার জন্য । নেগেটিভ পরিবেশের আবহে এক পজেটিভ ব্যঞ্জনা দেয়ার চেষ্টা করেছেন কবি। নানা কারনেই কিছু স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে থাকবে, কিছু স্বপ্ন ছুতে না পারার ব্যর্থতা আত্মগ্লানিতে ভোগাবে কিন্তু তারপরও কিছু রেখে দিতে হয়, আজন্ম লালন করতে হয়, প্রজন্ম থেকে প্রজান্মন্তরে স্বপ্ন লালিত হয়, কোন একদিন কেউ না কেউ সেই স্বপ্ন বাস্তবায়িত করবেই করবে, ঠিক এরকম এক জোরালো প্রত্যাশা নিয়েই কবির কাব্য। বেশ কিছু রূপকতা ব্যবহার করেছেন চমৎকার ভাবে, “একদিন বাস্পীভূত সেই স্বপ্ন, লক্ষণরেখা পেড়িয়ে যেতে সাহস যোগাবে”,  “কিছু স্বপ্ন যদি এখনো থেকে থাকে, রেখে দিও। প্রান্তিক জানালার কার্নিশে”......শেষের চরণটি অসাধারন হয়েছে-


কিছু স্বপ্ন যদি এখনো থেকে থাকে
রেখে দিও। ঝড়ের সাথে হাত মেলাতে ।
একদিন ঝড় আর বজ্রপাতে বৃষ্টি নামাবো
সেদিন তুমি আমি সবাই ভিজে নতুন হবো ।


কবির জন্য রইলো শুভেচ্ছা। আরও ভাল কবিতা আসরে উপহার পাবার প্রত্যাশা রইলো