আলোচনা ৫৩
অসাধারন এক ইমোশনাল কবিতা  “ বাবার শেষ চিঠি’ লিখেছেন কবি জি এম হারুন-অর-রশিদ। আলোচনা করতে যেয়ে আমার নিজের চোখেই অশ্রু। এই প্রথম কোন কবিতা আলোচনা করতে এতটা ইমোশনাল হয়ে পড়লাম।  কবিতার নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করার খুব একটা প্রয়োজন মনে করি না আর। যে কবিতা পাঠকের হৃদয় স্পর্শ করতে পারে, মানুষের ইমোশন কে আন্দোলিত করতে পারে সে কবিতা বক্তব্যকে ছাপিয়ে উঠে নিজ গুনেই। শব্দের আড়ালে শব্দের অর্থের চেয়েও বেশী আবেদন তৈরি করে পাঠকের মনে।


এই কবিতাটিও সে রকম একটি কবিতা। পুরো কবিতায় কোথাও কোন শব্দের মার প্যাচ নেই, নেই উপামা, নেই কোন কঠিন আবরণ দ্বারা আবৃত। পুরো কবিতার প্রতিটি শব্দ, বক্তব্য... সবই খুব সাধারণ ভাবেই লেখা, পাথকের বুঝতে কোথাও কোন অসুবিধা হবার কথা না। তাই খুব বেশী আর আলোচনার প্রয়োজনবোধ করছি না।


কেবল একটি কথা বলেই আলোচনা এখানে শেষ করবো। পাঠকের হৃদয়ে রক্ত ক্ষরণ করা এক কবিতা, অঝর ধারায় অশ্রু ঝোড়ানো কবিতা, ইমোশনে জর্জরিত হবার কবিতা। কবিতাটি আমাকে যেভাবে কাঁদিয়েছে, ধারণা করছি পাঠকেও একই ভাবে কাঁদাবে। আর এখানেই কবিতাটির সার্থকতা। কবির জন্য রইলো একরাশ শুভেচ্ছা।