আমি প্রতিদিন
দহনস্থানে ভ্রমন করি
পোড়া দাগগুলো বার বার পরখ করি
করুনাধারায় নিমগ্ন রাখি


এক চেয়ার থেকে অন্য চেয়ারে
পরিবর্তনহীন আচরনে
পুড়ে ছাড়খার করে দেয়া প্রেষনা
গন্তব্যবিহীন গন্তব্যে পৌছার চিরন্তন বাসনা


সক্ষমতার দম্ভে সকালের যাত্রা
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের তাপমাত্রা
পারদ এর উঠানামায় দেখা মূর্খতা
অভিযোজিত সময়ের সাথে উল্লসিত সখ্যতা


ঘুনে ধরা মগজে অ-শিক্ষা কু-শিক্ষা
বিসর্জিত মানবতার নুতন দীক্ষা
দন্ডায়মান গিনিপিগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা
একটি মোলায়েম চেয়ারের অপেক্ষা


দহনে দহনে শিরোচ্ছেদ
নানা বাহানায় দক্ষতার ব্যবচ্ছেদ
মোক্ষম সময়ে পরিকল্পিত উচ্ছেদ
মুক্তির নিশানা নেই,স্বপ্ন ডানায় পরে ছেদ


কক্সবাজার
মে ১৫ ২০১৯