দরোজাটা খুলে দাও
যেখানে প্রতিনিয়ত করাঘাত করছি
অশ্রুভেজা চোখে
অপেক্ষা করছি
করুণা ভিক্ষের;


বৃষ্টিতে ভিজে
নদীর উত্তাল ঢেউ গুনে গুনে
মরুভূমির তপ্ত আগুনসম পথে প্রান্তরে
দীর্ঘদিন ঠায় দাঁড়িয়ে আছি
আজও অপেক্ষায় আছি;


উপেক্ষা, বঞ্চনা, নির্দয় আচরণে
সব হারিয়েছি
বার বার ফিরে এসেছি
আবার রিক্ত হস্তে ফিরে গেছি
প্রান্তসীমায় দাঁড়িয়ে আরেকবার ভাবছি;


প্রতিবাদে, প্রতিরোধে
অসম্মানে, আত্মসমর্পণে
ঘৃণায়, অভিমানে
প্রান্তসীমায় যেতে যেতে
আরেকবার প্রার্থনা করছি, দরোজাটা খুলে দাও;


উদারতার হাত বাড়াও
অন্তত একবার ফিরে তাকাও
দরোজাটা খুলে দাড়াও
নিঃশেষিত প্রান বাঁচাও
একেশ্বর বাদের মহিমায় আলো ছড়াও ।


কক্সবাজার
নভেম্বর ০৩, ২০১৮