দুই জীবন, একই সাথে
-সরদার আরিফ উদ্দিন


আমি একই সাথে
দুটো জীবন ধারন করি
প্রতিনিয়ত দুই জীবনেই ঘোরাফেরা করি;
প্রথম জীবনের নাম
যাপিত জীবন
দ্বিতীয় জীবনের নাম
যে জীবন হয়নি যাপিত

কিছুটা সময় একা পেলে
দূরে কোথাও ভ্রমনে গেলে
বাসে, ট্রেনে কিংবা প্লেনে;
আমি দ্বিতীয় জীবনে থাকি
এমনকি রাস্তার ধারে
চা স্টলে নির্জনে একা হলে।

প্রথম জীবনেই
বেশী থাকা হয়
ইচ্ছে না হলেও মেনে নিতে হয়
রুটিন জীবন, নিয়মিত ঘুম আর কাজ
মাঝে মাঝে হতে পারি ফাঁকিবাজ;
সবই যেন ঘড়ির কাটা ধরে
এক জাবর কাটা জীবন
নিয়মে বাঁধা এখন তখন।

যে জীবন হয়নি যাপিত
যদি এমন হতো
এরকমটা তো হতেই পারতো
পাশাপাশি তো হাটাই যেতো;
না হয় একটু খুনসুটি হতো
একে অপরকে বুঝে চলা যেতো
ভাবনায়, দর্শনে, তর্কে মেতে ওঠা হতো
এক জীবন নির্ভাবনায় কেটে যেতো


মিরপুর, ঢাকা
আগস্ট ২৯, ২০২১