পাহাড়ের কান্না দেখে
ঝর্না ভাবি
আকাশের কান্না দেখে
বৃষ্টি ভাবি, এবং ভুল করি;


বেদনার নীল রঙ
দেখে আকাশ ভাবি
কষ্ট লুকিয়ে রাখা
উচ্ছলতা দেখে রংধনু ভাবি, এবং ভুল করি;


দহনে পোড়া ছাই দেখে
ধূলিকণা ভাবি
একা একা চলতে দেখে
স্বাধীন ভাবি এবং ভুল করি;


বিমর্ষ আকাশের রঙ
দেখে চমৎকার চিত্রপট ভাবি
বিষণ্ণ তোমাকে দেখে
ভাস্কর্যের মডেল ভাবি এবং ভুল করি;


অন্যের হাতে হাত রেখে তোমাকে
প্রাণোচ্ছল দেখি, সুখি ভাবি
তোমার হৃদয়ের গভীরতায়
আমি আমাকে দেখি, ভুল দেখি??


কক্সবাজার
নভেম্বর ০৪ ২০১৮