ইদানিং আমি বদলে গেছি
             -সরদার আরিফ উদ্দিন


ইদানিং আমি অনেক কম কথা বলি
শুধু শব্দভাণ্ডার নিয়ে একা একা খেলি;
কথা নাকি মানুষের শত্রু, মানুষের মিত্র
একেবারেই সত্য, অনেক ত দেখলাম চালচিত্র।


ইদানিং আমি সবার আগে অফিসে যাই, আগেই ফিরি
মানুষের জট আর যানজট এড়িয়ে চলি;
তাতে নাকি অসামাজিকতা প্রকাশ পায়
তোষামোদ আর চামচাগিরি করার সুযোগটা যায়।


ইদানিং আমি কাজ একটু বেশীই করি
অর্থের লোভ নেই তারপরও খেটে মরি;
কাজের মধ্যে থাকলে নাকি স্বস্তি পাওয়া যায়
অনেকে আমাকে দেখে খুব মজা পায়।


ইদানীং আমি হতাশায় খুব বেশীই ভুগি
কেন জানি না, চারপাশটাকে মধ্যযুগীয় ভাবি;
সকালটা শুরু করি, পত্রিকায় দেখি অত্যাচারের ছবি
সারাদিন কষ্টে থাকি, এর থেকে মুক্তির নেই কোন চাবি ।


ইদানিং আমি আত্মীয় স্বজন, বন্ধুদেরকেও এড়িয়ে চলি
কেউ কেউ বলাবলি করে, আমি নাকি খামখেয়ালি;
আবার কেউ বলে, আমি নিরাপদ দূরত্বে থাকি
আমি আসলে কোন কিছুতেই দিতে পারি না ফাকি।


ইদানিং আমি আর আগের মত আড্ডাতেও যাই না
ল্যাং মেরে উপরে যাবার কথা, একবারেই মজা পাই না;
সবকিছু কেমন যেন হঠাৎ করেই বদলে গেছে
আমি তালই মেলাতে পারি না, সবাই ত এসব নিয়েই আছে!
২৯.০৯.২০১৭