আমার হলফনামা কেউ নেয় না
বিখ্যাত লোকের হলফনামা হয়
আমার হয় না
হলেও কেউ নেয় না
ঈশ্বর তোমার কাছেই হলফনামা
পেশ করলাম


আমি একজনের কাছে
মন বন্ধক রেখেছি
বিনিময়ে স্বপ্ন দেখার সাহস পেয়েছি
পিছিয়ে থেকেও এগিয়ে থেকেছি
সুখে দুঃখে বেঁচে আছি
২৫ বছর ধরে জীবনকে নিয়ে খেলছি


আমি এখানে ওখানে কাজ করি
আমার মস্তক বন্ধক রাখি
বিনিময়ে টাকা পয়সা পাই
জীবন যাপন করি
আজ এখানে আছি কাল ওখানে নাই
২৫ বছর ধরে জীবনের নোনতা স্বাদ পাই


আমি সবার সাথে মিলেমিশে থাকি
আমার বিশ্বাস বন্ধক রাখি
অকৃপণ প্রকাশে কিছু থাকে না বাকি
বিনিময়ে আঘাতটুকু পকেটে লুকিয়ে রাখি
একজন থেকে অন্যজনে যাই
২৫ বছর ধরে জীবনের একই চিত্র দেখতে পাই


আমি সবার ভাল করতে চাই
আমি আমার আস্থা বন্ধক রাখি
ক্রমাগতই নিজেকে বিলিয়ে দিতে থাকি
বিনিময়ে পেতেই থাকি লাগেজ ভর্তি ফাঁকি
তবুও আস্থাটুকু নির্দ্বিধায় অটুট রাখি
২৫ বছর ধরে ভিন্ন এক সমাজের চিত্র আঁকি


ঈশর আমি হলফ করেই বলি
আমি আর কিছু বন্ধক রাখতে চাই না
মন খেলাপি, মস্তক খেলাপি...
বন্ধক গ্রহিতারা  কিছুই ফেরত দেয় না
আমি আর কোন বিনিময় চাই না
শেষ বারের মত হলফনামার বিনিময়ে ‘একটু শান্তি চাই’


সকক্সবাজার
ডিসেম্বর  ২৫, ২০১৮