আমি একা থাকি
একাকীত্ব উপভোগ করি
একাকীত্বে আমি আমাকে পাই
তোমাকেও পাই
মাঝে মাঝে হারাই
অস্বস্তি অনুভব করি, বিষণ্ণ হয়ে পড়ি;


বিচ্ছিন্নতাবোধ একাকীত্বকে
গ্রাস করে, সমুদ্র সৈকতে যাই
প্রকৃতির সাথে একাত্ব থাকি
মানুষের সাথে একাত্ব হতে পারি না
চল হাতটা আরেকবার ধরি
আর না ছাড়ি, আঁকড়ে থাকি;


একাকীত্ব
আমার আহংকার
বিচ্ছিন্নতাবোধ আমার অসুখ
তোমাকে অনুভব আমার গৌরব
আমি প্রেমে পড়ি না, প্রেমে থাকি না
প্রায়শ্চিত্তের দহনে পুড়ি, তোমার নিঃশ্বাসের কাছেই থাকি;


অনুভুতির তীব্র ঘ্রানে
জীবনকে পাই
ভিন্নতার ছদ্মাবরনে বিচ্ছিন্ন হয়ে পড়ি
আবার একাকীত্বে ফিরে আসি
তোমার অস্তিত্ব টের পাই
প্রতিদিন গভীর রাতে, যখন সবাই ঘুমিয়ে থাকে;


কক্সবাজার
নভেম্বর ০২, ২০১৮