দূর সমুদ্র থেকে উঠে আসা
রাত জাগা মাঝিদের
আলোর দুত রেখা
উদ্দীপ্ত করে, আন্দোলিত করে


আবার ঘর থেকে বের হলেই
শকুনের ছায়াগুলো
প্রতিদিন হতাশায় নিমজ্জিত করে
একবার নয়, বার বার ।


ইট পাথরের গাঁয়ে
শ্রমিকের হাতুড়ির আঘাতের শব্দ
রক্তে ঝংকার তুলে
নুতনের ডাক দেয়, আরেকবার জেগে উঠবো বলে


পরক্ষনেই মুখোশে মুখোশে
রঙমাখা শহরগুলো
মাথায় আত্ম সমর্পণের হাত রাখে
ফিরিয়ে নেয় ঘুনে ধরা সময়ের নিমজ্জিত বাঁকে।


গাছেদের থেকে শেখা স্থিরতার অহংকার
একবার নয় অনেকবার
পেঁচার হাড় কাপানো চাহনি আর
শকুনের পাখার ঝাপটা, অস্থির করে বার বার ।


কক্সবাজার
ফেব্রুয়ারী ০৫, ২০১৯