লক্ষ লক্ষ  স্পারম এর সাথে
দৌড় প্রতিযোগিতায়
একবারই জয় হয়েছিল;
তারপর আর কোনদিন জয় হয়নি।


সেরাদের সাথে সেরা প্রতিযোগিতায়
আমি হেরে যাই বারবার;
হেরে যেতে যেতে, পরাজিত হতে হতে
আজ ব্যর্থ হয়ে গেছি।


একবারই ফেয়ার প্রতিযোগিতা দেখেছিলাম
জয়ী হওয়ার পরও আনন্দ পাইনি;
কান্না দিয়ে শুরু করেছিলাম নুতন এক যাত্রাপথ
আজ ব্যর্থ হওয়ার পরও কান্না পায় না ।


এখানে প্রতিযোগিতার নামে চলে প্রহসন
মনরঞ্জনে চলে নানা বেশ ভূষণ;
অন্যায় আবদার রক্ষায় বিচারককে তোষণ
যোগ্যতমের প্রতি কৌশলী শোষণ।


আমি প্রকৃতির কাছে ফিরতে চাই
শেষ বিচারের প্রতিযোগিতায় অপারগতা নাই;
আরেকবার এবং শেষবার জয়ী হতে চাই
এখানের প্রতিযোগিতায় আমার আর অংশগ্রহন নাই ।


জুলাই ২৬, ২০১৮
মিরপুর, ঢাকা