বাবাকে যতবার দেখি
ততবারই জীবনকে নুতন করে দেখতে শিখি
এক জীবনে কত ব্যবধান
সারাক্ষন ছুটোছুটি, এখন বিছানায় সটান


আমার অস্তিত্ব বিকাশে
বাবা ছিল সারাক্ষন টানটান
প্রতিদানের প্রত্যাশাহীন গৌরবে সুঠাম
দূরে থেকে দেয়া হয় না তার চোখের জলের দাম


কারো কাছে নেই কোন চাওয়া
হিসেবের খাতা গুটিয়েছেন, নেই পাওয়া
কেবল হাতে হাত রাখা
কাছে বসে থাকা, নূন্যতমটুকুই চাওয়া


অপেক্ষায় অপেক্ষায়  দিন গুনে থাকা
অবশেষে নিজ কামরায় ফিরে যাওয়া
ছেলেমেয়েদের স্পর্শের অভাবে
অজান্তেই চোখের জল গড়িয়ে পড়া


পরিশ্রান্ত, ঘর্মাক্ত দেহে বাসায় ফিরে
ঠিকঠাক আছে কিনা সব খোঁজ নেয়া, শান্তির নীড়ে
সবার প্রয়োজন মেটানোর চিন্তা মাথায় ঘোরে
আজ একাকী বিছানায় এপাশ ওপাশ ফেরে


সন্তানের ভবিষ্যৎ
প্রয়োজন, চাহিদা, শখ আহ্লাদ
নিজেকে লুকিয়ে রাখা, প্রতিদিনের জল্লাদ
সময়ের কাছে হার মানা জীবন, বিস্বাদ


বাস্তবতার দোঁহাই
উয়ায়হীনতার যৌক্তিক বড়াই
একই দেশে, একই শহরে তবুও দেখা নাই
বাবার অস্ফুট আকুতি, কেবল তোমাদের সময়টাই তো চাই


একই পথ ধরেই প্রস্থান
উচু নীচু ভিন্ন ভিন্ন অবস্থান
পূরন হয় না কোন শুন্যস্থান
সব বুঝি, একই পথেই আমার গন্তব্য গোরস্থান


কক্সবাজার
জুন ১৬, ২০১৯