যখন চেয়ারে বসি
সেল ফোনের অত্যাচার সহ্য হয় না;
চেয়ার ছেড়ে দিলে
সেল ফোনের রিং টোন আর বাজে না।


চেয়ারে বসলে
মানুষ দেখি, চিনতে পারি না;
চেয়ার ছেড়ে দিলে
চিনতে পারি, মানুষ দেখি না ।


চেয়ারে বসলে
সময় থাকে না;
চেয়ার ছেড়ে দিলে
সময় কাটে না ।


যখন চেয়ারে বসি
জীবনকে কাছে পাই না;
চেয়ার ছেড়ে দিলে
কাছে পাই, জীবন থাকে না ।


একটি চেয়ারের ওজন
যন্ত্রে মাপা যায় না;
সমাজের আয়োজনে
চেয়ারকে ভোলা যায় না ।


অগাস্ট ২৫, ২০১৮
মিরপুর, ঢাকা