ঘি মাখা ভাত ফুটো বাসনে
চিন্তার আগুনে পোড়া মন
অহরহ ছ্যাকা খাচ্ছে
কবুতরের খোয়ারের মত এক চিলতে ঘরে
সাদা কাগজের মতই
আস্থাহীন জীবন।


ভাবনাগুলো অচল সিকির
মতই গুরুত্বহীন
চিন্তার বন্ধ্যাত্ব চলে থেকে থেমে
অর্থনীতির মহান সংজ্ঞায় পূর্ণ আস্থা
মানুষের চাহিদার শেষ নেই ।


সংসারে সুবাতাস বইছে
আগের মত কলিজা পোড়া গন্ধ নেই
অভাব আর অনটনের কিছুটা
বিবেচনাবোধ তৈরি হয়েছে।


না শোনার স্বাধীনতা
না দেখার স্বাধীনতা কোনটাই নেই
নিরাপদ থাকার তাড়না এবং ভয় দুটোই
শ্রবন পীড়িত হচ্ছে আর্তচিৎকার
একঘেয়ে জীবন
ক্যানসারের চেয়েও বড় অসুখ
মধ্য বয়সেই মজা নদীর মত
স্রোতহীন বয়ে চলছে।


হ্যাঁ এবং না এর মুখোমুখি
দোদুল্যমানতায় সময়ের ঘানি
টেনে বেড়ানো
মেজাজ চড়ে থাকে ভাদ্রের কড়া রোদের মত
ছাতার জীবন, খোলস ছড়ায় তবুও
বিষ ছড়ায় না ।


তীরের মত সটান শরীর
অনেকটা বাঁকা ধনুক
অবহেলা অযত্নে আজীবন সংগ্রামের ছাপ
মৃত্যুর আভাস ছাড়াই যেন
মৃত ব্যক্তির পূর্ব সংস্করণ
কয়েকটি বিহ্বল মুহূর্ত ।


কক্সবাজার
জানুয়ারি ১৮, ২০১৯