নিজেকেই জানা হলো না
জীবনকেই পড়া হলো না
অথচ অনেক বই পড়ে ফেলেছি
জ্ঞান অর্জন হয়েছে ঢের
শুরু থেকেই শুরু করতে হচ্ছে ফের


আলো তো শুধু পথ দেখায় না
কোথায় পথ শেষ হয়েছে
কোথায় আর কোন পথ নেই
তাও নিশ্চিত করে
অনুসন্ধিৎসু মন শুধুই খুঁজে ফেরে


ভালো লাগা একটি বোধ
আর অভ্যেস গতানুগতিক
অভ্যেসের দাস হয়েছে জীবন
ভালো লাগা হারিয়ে গেছে সেই কবে
একটি ভুল সিদ্ধান্ত হয়েছিল যবে


অভ্যেসকে উৎরাতে পারে না
কম বেশী সবাই
জীবনকেই চেনে না অধিকাংশ মানুষ
কেবল যাপিত জীবনকেই উদযাপন বলে
সময় অতিবাহিত করে নিশ্চিন্তে হেসে খেলে


ফেব্রুয়ারি ০৫, ২০২২
রাত ৯টা
মিরপুর, ঢাকা