মানুষে মানুষে দ্বন্দ্বের
মূল কারন, এথনোসেন্ট্রিজম
ধর্মের বাড়াবাড়িতে তৈরি হয়
ফ্যাসিজম


মুক্তির তাত্ত্বিক ভাবনায় আসে
কালচারাল রিলেটিভিজম
সংস্কৃতিক ভিন্নতায় সব মেনে নিলে
ভ্রুন হত্যায় ইনডিভিজুয়ালিজম  


দ্বন্দ্ব নিরসনে একধাপ এগিয়ে
ক্রিটিক্যাল কালচারাল রিলেটিভিজম
ইজমের ছড়াছড়ি
মার্ক্সইজম থেকে ফ্যামিনিজম


সোশ্যালিজম ছেড়ে দিয়ে ক্যাপিটালিজম
ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে আগলে রাখা ইগো ইজম
হালে বাতাস দেয় ইম্প্যারিয়ালিজম
মানবতার ছেঁড়া পতাকায় তৈরি মরডানিজম


এথনোসেন্ট্রিক মানুষ
গায়ের জোরে ব্যক্তির জয়
দিন শেষে চোখের অশ্রুতে
আকাশে পতাকা উড়ে মানবতার পরাজয়


ঢাকা
জানুয়ারি ০১, ২০১৯