ছাত্ররা স্কুল পালায়
কেউ বাড়ি থেকে পালায়
কেউ দেশ থেকে;
প্রেমিক প্রেমিকা থেকে পালায়
কিংবা উলটো
স্বামী স্ত্রী থেকে কিংবা
স্ত্রী স্বামী থেকে।


আমি পালাচ্ছি মানুষ থেকে, জীবন থেকে
সংসার থেকে
আমি নিজের কাছে ফিরে যাচ্ছি
নিজের আশ্রয়ে ঘুমোতে চাচ্ছি
নিজেকে আরেকবার দেখতে, জিজ্ঞেস করতে চাচ্ছি।


ভয়, হতাশা, উৎকন্ঠা, উদ্বেগ, ব্যর্থতা, দুঃশ্চিন্তা.....
আমাকে নিস্পৃহ করেছে, নির্লিপ্ততা উপহার দিয়েছে
আমাকে নিঃস্ব করেছে
আমি ফিরে যাচ্ছি নিজের কাছে।


মানুষের প্রতারনা
মানুষের অসভ্যতা
মানুষের বেঈমানী আচরনের সাথে
আমি তাল মেলাতে পারিনি
আমি ব্যর্থ
আমি নিপীড়িত, আমি বঞ্চিত;
তাই আমি ফিরে যাচ্ছি
নিজের কাছে, অ-জানাতে।


ঈশবর অদৃশ্য
তার অস্তিত্ত কেবল অনুভবে;
পরিকল্পনা অজানা
গন্তব্য অস্পষ্ট
আমি আমার কাছেও অস্পষ্ট এবং অপরিকল্পিত;
আমি ফিরে যাচ্ছি নিজের কাছে
নিজেকে প্রশ্ন করতে;
নিজেকেই খামচে ধরতে।


জুন ০৪, ২০২২
মিরপুর, ঢাকা
দুপুর ১২টা