ঘরের ভেতর ঘর বাঁধি আমি
জেগে জেগে ঘুমাই
অনিদ্রা দূরীকরনের মহোঔষধ নেই
কলমের ঘস্টানি শুরু করি মধ্যরাতে


দেহের জোয়াল কাঁধে নিয়ে
কাক ডাকা ভোর থেকে
বোহেমিয়ান পা হেটে যায়
স্বপ্নেরা তিরস্কারে মেতে উঠে


পথের সীমা বলে কিছু নেই
বিভেদের আলপথে
নির্ধারিত সীমানা মুছে যায়
যুক্তি ও বিশ্বাসের ঘূর্নিজলে


জানুয়ারী ১২, ২০২১
মিরপুর, ঢাকা