গল্প, উপন্যাস, কবিতায় অনেক কিছুই সম্ভব,
জীবনের নানা ঘটনা নিয়ে গল্প হতে পারে কিন্ত
গল্পের মতো জীবন হয় না


কবিতার ছন্দে জীবন চিত্রায়িত হতে পারে কিন্তু
জীবন কবিতা হয় না
সুর তাল লয়ের মূর্ছনায় জীবন মোহিত হতে পারে, কিন্ত
জীবনের সুর নিয়ন্ত্রনে থাকে না


উপন্যাসে জীবনের বাক দেখানো যেতেই পারে
চিত্রকলায়, জীবনের বিমূর্ত ভাবনার
রঙ দেয়া যেতে পারে, কিন্তু
জীবনের একটা দহন থাকে
যার কোন রঙ থাকে না


মে ৩১, ২০২২
মিরপুর, ঢাকা
ভোর ৬টা