জীবনের গল্পগুলো
অনেক দীর্ঘ হয়
গল্পেরা সব সময় বড়ই রয়;
জন্মের পর গল্প
শুরু হয়
মৃত্যুর পরও তা অব্যহত রয়।


জীবনের পরতে পরতে
নুতন গল্প যোগ হয়
হয়তো অনেক কিছুই হয়, শুধু জীবনকে দেখা নয়;
সফল হতে গিয়ে
অনেক পথ পাড়ি দিতে হয়
জীবনের উষ্ণতা একা পড়ে রয়।


বিফল হলে
গল্পগুলো ছোট গল্পের আঁকার হয়
অঙ্গুলি নির্দেশ ছাড়া আর কথা নয়;
সফল হলে পরে
ইতিহাসে স্থান হয়, এখানে সেখানে গল্পও হয়
নিজেকে, অন্যকে ঠকানোর কৌশল অজানাই রয়।


সোনার চামচে পথ চলা
মসৃণ হয়, গল্প থাকে না
অনুভবের উত্তেজনায় মন ভরে না;
কান্না ভেজা দিনগুলোর
গল্প, উদাহরন হয়
চমকে উঠে বাহবা দেয়, সময়কে ফেরত দেয় না।


ফুটপাত থেকে প্রাসাদ
সফলতার অহংকার
ইরেজারে মুছে দেয়া শত শত অঙ্গীকার;
শর্তহীন ছুটে চলা
গন্তব্য ছাড়া বাকী সব, ‘না’ বলা
প্রয়োজনে কিছু সম্পর্ক ছেঁটে ফেলা, তবুও থামে না গল্পের চলা ।


সেপ্টেম্বর ০৫,২০১৮
কক্সবাজার