ভোট,  নির্বাচন আসে ঘুরে ঘুরে
সরকার পরিবর্তন হয় বারে বারে
কেবল গনতন্ত্র মরে আতুর ঘরে
জনগনের ভাগ্য ঠিকানাবিহীন আকাশে উড়ে


ভোট দেয়া নাগরিক দায়িত্ব
ভুল বুঝিয়ে নেয়া ক্ষমতার স্থায়িত্ব
ভোট শেষে আবারো সেই একই অসহায়ত্ব
ভোটের সময়ই দেখা মেলে নেতা নেত্রীদের কৌশলী কৃতিত্ব


বোকা জনতা ভোট দেয় অতীত ভুলে
নুতন স্বপ্ন বোনে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলে
কেউ যায় না পরিবর্তনের মূলে
জনতার জীবন কাটে একূলে নয়তো ওঁকুলে


সাজানো নাটক, সাজানো গনতন্ত্র
আকাশ ডাকে আসে বিশ্ব মোড়লদের কুমন্ত্র
অবুঝ জনতা বোঝে না ষড়যন্ত্র
অহেতুক তর্ক বিতর্ক চায়ের দোকানে এবং যত্রতত্র


কত নাগরিক দায়িত্ব পালন হয় না
চোখের আড়ালে
একবার ভোটের দায়িত্ব ভুলে সবাই ঘুরে দাঁড়ালে
জনতার ম্যাসেজ এর বেত্রাঘাত লাগতো নেতাদের কপালে


ঢাকা
ডিসেম্বর ৩০, ২০১৮