অবস্থা, অবস্থান, নারী-পুরুষ
ভিন্ন পরিচয়, রাগ অভিমান
ভিন্ন তার রুচি ও সংস্কৃতি.....
দিন শেষে; গন্তব্য একই।


অপমান, অপবাদ, শোষন, শাষন
উচ্চাসনে বসে মিথ্যে ভাষন;
সাদা, কালো, প্রাচ্য, পাশ্চাত্য
অবশেষে একই গন্তব্য, চিরসত্য।


আস্তিক, নাস্তিক, সংশয়বাদী
নৈরাজ্য সৃষ্টি ও হতাশাবাদী;
প্রগতিশীল, ধার্মীক, মানবতাবাদী
একই গন্তব্য, বিশ্বাস নাও থাকে যদি।


নারী পুরুষ সমান অধিকার
কেউ থাকে নিশ্চুপ, নির্বিকার;
কেউবা আন্দোলন করে, চিৎকার
নিঃশ্বাস শেষে, একই গন্তব্য সবার।


আজ আছে, নেই কাল
অনিশ্চয়তায় সকাল বিকাল;
বিত্তের অহংকারে হুশ থাকে না
সবার একই গন্তব্য, একই ঠিকানা।


গন্তব্যের যাত্রায় থাকে না ভাবনা
ক্রমাগত থেকে যাওয়ার বাসনা;
নিশ্চিত সিদ্ধান্তের, তবুও যাতনা
একই গন্তব্য, অবধারিত নিশানা।


মিরপুর, ঢাকা
আগষ্ট ৩০, ২০২২, বিকেল ৪টা