গ্রিভেন্স ভ্যানটিলেসন-১
-সরদার আরিফ উদ্দিন


আমি আমার কথাই বলি, গ্রিভেন্স ভেন্তিলেট করি
অন্যের কথা জানি না; নিজের কথা লিখি আবার পুড়ি;
এত যে কথা, লেখালেখি, কর্তাদের  নজর কাড়ে ?
কিছুই হয় না, একই ঘটনা ঘুরে ফিরে, বারে বারে ।


স্বাধীনতায় গর্ব হয়,  বুক ফুলে যায়, সাহস ছিল বলে
অপমানে, অভিমানে, এক হয়ে যাই দেশের ক্ষতি হলে;
যোদ্ধারা আজ আছে কেমন, আসল কথা জানতে চাই
আমি ত বলি ভাল নাই ,দেখভাল করার কেউ যে নেই।


ওই একটি অর্জন আর কত কাল, না হয় আর কিছুদিন
পরের অর্জন কেন হল না, দেখি না ত আর সুদিন;
কথা ছিল আরও অর্জন, সবাই দিবে কিছু বিসর্জন,
আম জনতা দিচ্ছে ত, কারো কারো শুধুই গর্জন ।


দেশের মানুষ, দেশের সম্পদ, দক্ষ জনগণ
পালাতে তবে হচ্ছে কেন, ছাড়তে চায় না মন;
রেমিট্যাঁন্স এর দোহাই দিয়ে, হচ্ছে শ্রমিক পাচার
তবে কেন সইবে তারা  অন্যায়-অত্যাচার।


কৃষক মরে অভাবে, শ্রমিক মরে পথে ঘাটে
কেউ বা আবার অন্যদেশে ফ্ল্যাট কেনার ফন্দি আটে;
ট্যাক্স দেয় জনগণ, হজ্বে যায় আমলা ডজন ডজন
চেতনার আপমান দেখে, সত্যিটা  প্রকাশ করে ক’জন!!


বাড়ছে গড় আয়, গড় আয়ু, বিরাট বাজেট আকার
কমছে না ত কোনমতেই, সংখ্যাটা  বেকার;
মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু যাচ্ছে কমে, ভাল খবর
পুরস্কারে খুশি তবে, কমছে না ত অপমৃত্যুর কবর ।


দেশটাকে বিভক্ত করে  দু ভাগ
কার কি লাভ হল,  সবাই থাকি নির্বাক;
নীতির সাথে আপোষ নয়, চেতনার বিনাশ নয়
কেউ মানে, কেউ মানে না, এসব কি আদেশ দিয়ে হয়?


মনে ত নেই না, মেনে নেই অনেক কিছু
সকাল বিকেল চলি রাজনীতিবিদের পিছু পিছু;
নষ্টদের দখলে দেশ, লুকিয়ে থাকি আমারা বেশ
স্বপ্ন ছিল এক মিছিলের, এক স্বপ্নের দেশ।


অক্টোবর ০১, ২০১৭