কত করে বলেছিলাম
এইতো ভাল আছি
একে অপরকে নিয়ে আছি
জীবনের রস নিংড়ে নিংড়ে উপভোগ করছি
বিয়ের কথা ভাবছি তো মরেছি
মরিয়া হয়ে উঠলে বিয়ের জন্য
এখন নিজেরা হয়ে গেলাম বাজারের পন্য।


বলেছিলাম,
খুব করে বলেছিলাম
আমার হাতটা একটু ধরো
শক্ত করে ধরো, যেন হারিয়ে না যাই
যেন দ্বিগুণ শক্তিতে সুরক্ষিত রাখতে পারি তোমায়
ধরলে ঠিকই, হালকা বাঁধনে...
অরক্ষিত থাকলে, আজ এখানে, কাল ওখানে ।


অনেকবার বলেছিলাম
চল,  হারিয়ে যাই
দূরে কোথাও, চেনা জগতের সীমানা ছাড়িয়ে
অসভ্য শহরের পা মাড়িয়ে
রাখলে না আমার কথা
এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ তো জীবনের ব্যাথা
আর ফেরার পথ নেই, সুযোগ নেই, চেয়েছিলাম যেতে যেথা ।


বার বার বলেছিলাম
চলো একসাথে জড়াজড়ি করে থাকি
নিঃশ্বাসে, বন্ধনে এক করে রাখি
একে অপরকে নিয়ে মত্ত থাকি
সংসার ধর্মকে দূরে রাখি
শুনলে না তো, সংসার সংসার করে মরলে
এখন আমি তোমাকে, তুমি আমাকে হারালে ।


অক্টোবর ০৭, ২০১৮
কক্সবাজার