ঈশ্বরবিহীন পৃথিবীতে
আমার বাসস্থান
অস্তিত্বহীন অস্তিত্বের বড়াই নেই
বিচারহীনতার মুখোশে বিনির্মাণের আকাঙ্ক্ষাও নেই।


এখানে মুলো চাষ হয় না
নেই অনন্ত জীবনের রেজিস্ট্রি বায়না
থাকে না ফিরে ফিরে দেখার অদৃশ্য আয়না
নিষেধাজ্ঞার লোভনীয় ইচ্ছেরা জন্ম নেয় না ।


ক্রমাগত পরীক্ষায় অংশগ্রহন করতে হয় না
মন ভোলানো লভ্যাংশের খেলায়
ইচ্ছেগুলো ঝিমিয়ে পরে না
বাতাসে আগুনে পোড়া মাংসের গন্ধ থাকে না ।


আধিপত্য বিস্তারের লড়াইয়ে
মেতে উঠতে হয় না
দল ভারী করার নিমিত্তে
দ্বারে দ্বারে ঘুরতে হয় না ।


অসীমতার ডাক হাতছানি দেয় না
জীবনাবসনের ভয়ে অস্থিরতা থাকে না
হিংস্র অস্ত্রের ঝনঝনানি চলে না
ভিন্নতার ভেদাভেদে রক্তাক্ত যুদ্ধক্ষেত্র জন্ম নেয় না।


ঈশ্বরের অনুপস্থিতি, ভাল মনে হলেও
মানুষের পৃথিবীতে ভাল থাকা হয় না
দূরবর্তী নিয়ন্ত্রন মেনে নিলে
নানাবিধ তত্ত্ব উদ্ভাবনের প্রয়োজন পরে না ।


কক্সবাজার
অক্টোবর ২২, ২০১৮