আমি আমাকে নিয়ে আর
চলতে পারি না;
এ পৃথিবীতে আমি অচল
সচল হবার কোন যোগ্যতাই আমার নেই।


আমি বাঁচাল হতে পারিনি
তোয়াজ করতে জানিনি
আমি ভুল ব্যাখা মেনে নিইনি
মাথা কুঁজো লাইনে দাঁড়াতে শিখিনি ।


ঈশ্বর আমি তোমার
ভুলের সৃষ্টি;
অনেক সৃষ্টির মাঝে একটি ভুল হতেই পারে
আমাকে ভুল সৃষ্টি আখ্যা দিয়ে দাও।


আমি মাবনতার পেছনে দাঁড়াতে শিখিনি
মানুষের রক্ত চুষে নিতে পারিনি;
সারা জীবন একটি ধর্ষণের প্রতিকার করতে পারিনি
দন্ত হাসিতে কারো অমঙ্গল কামনায় উল্লসিত হইনি।


এ পৃথিবীতে আমি অচল
মানুষ থাকার কোন যোগ্যতাই আমার নেই;
ঈশ্বর আমি তোমার ভুলের সৃষ্টি;
আমাকে ভুল সৃষ্টি আখ্যা দিয়ে দাও।


আমি রাজনীতি শিখিনি
ব্যাংক ডাকাতি পারিনি;
ক্ষমতার আস্ফালনে রক্ত গঙ্গায় গোসল করিনি
আমি মানুষের মাংসের কাবাব দিয়ে নাস্তা করিনি।


এ পৃথিবীতে আমি অচল
ঈশ্বর আমি তোমার ভুলের সৃষ্টি;
আমাকে ভুল সৃষ্টি আখ্যা দিয়ে দাও
নয়তো মৃত্যুর স্বাদ নিতে অনুমতি দাও।


অগাস্ট ০১, ২০১৮
মিরপুর, ঢাকা