পরাজিত হলে কিংবা
আত্মসমর্পণ করলেই কেবল;
ঈশ্বরের দেখা মেলে
অন্যথায়;
ঈশ্বর থাকে অনেক দূরে
অনন্ত কালের লোভে


মার খেতে খেতে
নেতিয়ে পড়লে;
আত্মবিশ্বাসগুলো কেউ গুড়িয়ে দিলেই
কেবল ঈশ্বর কাছে আসে
অন্যথায়
ঈশ্বর ধোয়ায় মিশে থেকে
নিঃশ্বাসের ঘাটতি হলে মনে পরে


হাসপাতালে শুয়ে থাকলে কিংবা
কবরস্থানে কাউকে শুইয়ে দিতে গেলে
ঈশ্বর সাত আসমান থেকে
নেমে আসে অনায়াসে
অন্যথায়
ঈশ্বরকে কদাচিৎ মনে পড়ে
অস্তিত্বের সংকট না হলে


আলো ঝলমল ডান্সের ফ্লোরে কিংবা
টাওয়ার এর ছাদে হ্যালিপ্যাডে
ঈশ্বর আসে না ভুলে
কেবল যৌবন ফুরোলে
ঈশ্বরের দেখা মেলে
অন্যথায়
ঈশ্বর থাকে অনেক, অনেক দূরে,


কক্সবাজার
মার্চ ১৩, ২০১৯