সুর্য্টাও
প্রতিদিন মুখ লুকোয় আক্ষেপে
মেঘের আড়ালে গেলেই
তাচ্ছিল্যের বান ছোঁড়ে
কতটা অকৃতজ্ঞ মানব  প্রজাতি
তা কেবল সূর্যই জানে


ঘূর্ণায়মান মানব প্রজন্ম
পুনরাবৃত্তির যেন শেষ নেই
সামান্য রকমফের
তাও কস্টার্জিত, গৌরবের যেন সীমা নেই
অথচ
মিরাকল হতে পারত
মানব প্রজন্মের সবচেয়ে বড় পরাজয়


ঈশ্বরের প্রতিকৃতিই
লক্ষ কোটি মানুষ
তা না হলে বন্দনাগীতি
আজও কেন জীবিত
সভ্যতার কালক্রমে ঈর্ষাপরায়নতা
আর ও সামর্থ্যবান
আর ও স্ফীত, আর ও পরাক্রমশালী !!


মিরপুর, ঢাকা
নভেম্বর ৩০, ২০২০