যান্ত্রিকতা থেকে মমতার দূরত্ব
আর একইসাথে অসহায়ত্ব
প্রয়োজন সব সময় প্রয়োজনের জায়গায়
ঠিক দাঁড়িয়ে থাকে না,
মমতাও নিখাদ
স্রষ্টার অফুরান ভাণ্ডারে অটুট থাকে না সব সময় হয়তো!!


মানুষের সাথে মানুষের সম্পর্ক
স্রষ্টার সাথে মানুষের সম্পর্ক
আস্থার এবং নিঃস্বতার মিশেল
কিছুটা কাছের এবং দূরত্বের
আবার কোনটা হয়তো কেবলই বিশ্বাসের


অগ্নিদগ্ধ মানুষ যাবে বার্ন হাসপাতালে
যন্ত্রনাদগ্ধ মানুষ কোথায় যাবে?
নীরবতায় পিষ্ট মানুষ তবে কোথায় আশ্রিত হবে
দূরত্বের সীমানা ভেঙ্গে
সাড়া দেবে? যথা সময়ে?


মে ৩০, ২০২২
মিরপুর, ঢাকা
রাত ৯টা