যে জীবনের মলাটে
ছিল সবুজ প্রচ্ছদ
তা এখন ধুসর, বিবর্ণ


ফুলেরা ফিরিয়ে দিলে
প্রজাপতি যেমন উদ্দেশ্যবিহীন ঘোরে
সত্তায় নিমগ্ন পুরুষ একাকীত্বে ভোগে


অনুভবের আঙ্গুলে ছুঁয়ে দেখি
এক চিলতে রুগ্ন অহমিকা
বাঁধা হয়ে থাকে
ইচ্ছেগুলো আটকে যায়
মাকড়সার জালের বাঁকে


একপাড়ে স্বপ্ন অন্যপাড়ে সত্য
কখনো কখনো সংঘাত অনিবার্য
তবুও ছুটে চলা
নিঃশ্বাসে, বিশ্বাসে, ঘ্রানে, চুম্বনে
দুর্নিবার আকর্ষনে


জানুয়ারী ৫, ২০২১
মিরপুর, ঢাকা