ধর্ম গুরু বলে মৃত্যুর পরে জীবন
বস্তুবাদী বলে জীবনের পরে মৃত্যু
দার্শনিক বলে জীবনই মৃত্যুর প্রমাণ
বিজ্ঞানী বলে মৃত্যুই জীবনের প্রধান


কবি বলেন জীবনের আশাই মৃত্যু
পাঠক বলেন জীবনই মৃত্যুর আশা
গরীব বলে জীবনের চেয়ে মৃত্যু ভাল
ধনী বলে মৃত্যুর চেয়ে জীবন


শিশু মানে জীবনের কাছাকাছি
বৃদ্ধ মানে মৃত্যুর কাছাকাছি
ব্যস্ততা বলে আমিই জীবন
সম্পর্ক বলে আমিই মৃত্যু


ধর্ষিতা রমৃত্যুই যেন জীবন
জীবিত ধর্ষক যেন মৃত্যুহীন!
হতাশাবাদী বলে জীবন বলে কিছু নেই
আশাবাদী বলে মৃত্যু বলে কিছু নেই


এই বেঁচে থাকাই কি জীবন
নাকি মরেই বেঁচে যাওয়া
কোথায় পাব মৃত্যুহীন জীবন
অথবা জীবনহীন মৃত্যু।।


জুন ২১, ২০২১
মিরপুর, ঢাকা, বাংলাদেশ