মানুষের যখন বয়স
বেড়ে যায়
জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে;
নিঃশ্বাস এবং জীবন পরস্পর আস্থাহীনতায় ভোগে
জানালার গ্রিল একান্ত আপন হয় নীরবতার সুখে।


প্রিয়তমার টোলপড়া গালে
অতীত জীবন্ত থাকে।
সময়ের ভাজে ভাজে অকৃপণ চাহনিতে
ঝাপসা আলোয়
মিশ্র অনুভুতিতে সময় স্থির থাকে ।


গভীর শুন্যতায় দৃষ্টি হারিয়ে
ভাবনার সীমানা ছাড়িয়ে,
কিছু স্মৃতি ডানা মেলে আপন গতিতে
শুরু থেকে শুরু করার আকুতিতে
কুঁজো হয়ে চলা একাকীত্বে ।


ফেলে আসা সময়কে
ফেলে আসা যায়নি, গুচ্ছ গুচ্ছ হয়ে
সীমান্ত প্রহরার ন্যায় সজাগ থাকেনি;
দ্রুত বেগের ইঞ্জিন একটি বগীও ভুল
করে ফেলে রাখেনি, অনুশোচনায় একটুও দগ্ধ হয়নি।  


ঘটনাবহুল জীবনের চাহিদা পূরণ
সময়ের ক্লান্তিহীন বিস্বাদ নয়ন;
আজ প্রতিশোধের উচ্ছল আনন্দ
সময়ের কাছে হার মানার নেই কোন দ্বন্দ্ব
একমুখী রাস্তা, বাকী সবই বন্ধ।


সেপ্টেম্বর ১৫, ২০১৮
কক্সবাজার