জীবন প্রকৃতির নিয়মে
শেষ হয়
দহনে দহনে ক্ষয় হয়
ভুল সিদ্ধান্তে অপচয় হয়
আবার ভালোমন্দের মিশ্রনে
বিলীন হয়


নিশ্চুপ প্রকৃতি
ধৈর্য্য ধারন করে
নীরবে পর্যবেক্ষন করে
সময়ে আঘাত করে, আবার
কোন একদিনের জন্য অপেক্ষা করে


মানুষ প্রকৃতির কোলে
বেড়ে ওঠে
প্রকৃতিকে গ্রাস করে
শাষন করে, শোষন করে
আবার, প্রকৃতির কাছেই আত্মসমর্পন করে


মানুষ প্রকৃতির অংশ
আবার প্রকৃতিও মানুষের অংশ
অবিচ্ছেদ্য সম্পর্ক
পরস্পর সমঝোতা, সম্মেলন
কিংবা প্রতিশোধ স্পৃহা


নিরুত্তাপ প্রকৃতি
কখনো উত্তাপ, ভয়ংকর, বিধবংসী
মানুষের যেমন হিংস্র মনোভাব
ক্ষমতার দ্বন্দ্ব
কিন্তু উৎসমূল একই
একই গন্তব্যে পরস্পর যাত্রা


সেপ্টেম্বর২০, ২০২১
মিরপুর, ঢাকা
রাত ১১টা