জীবনের প্রয়োজনে
জীবনকে অবহেলা করতে হয়
অবলীলায়
জীবনকে ভাংতে হয় নির্দ্বিধায়


জীবনকে নুতন করে দেখার নেশায়
সময়ের প্রয়োজনে
সময়কে অপচয় করতে হয়
নিষ্পেষিত করতে হয় নির্ভাবনায়


জীবনের ছদ্মাবরনে
প্রয়োজনকে উপেক্ষায় রেখে
অপ্রয়োজনকে আকড়ে ধরতে হয়
যদি শেষ রক্ষা হয়


জীবনের চাহিদায়
উপেক্ষাগুলো সযন্তে আগলে রাখা
উপভোগের সীমানায় তৃপ্ত থাকা
ভাজপরা ত্বকে অদৃষ্ট থাকে আঁকা


জীবন রেখার খন্ড যাতনা
পেছনে ফেলে রেখে ইচ্ছের কামনা
নিয়মিত দিনযাপনে সুখের কণা
আজ নয়তো কাল সবারই ভাবনা


মিরপর, ঢাকা
অক্টোবর  ০৪, ২০১৯