কারো কারো ক্ষেত্রে এমন হয়
জীবন থেমে যায়
সময়ের বয়স বাড়ে
জীবনের বয়সও বাড়ে
যদিও জীবন থাকে থেমে
আশ্চর্য নাহ!!


মানুষের মৃত্যু হলে
তার, সময় এবং জীবন দুটোই থেমে যায়
মৃত্যু দিনের পর আর
বয়স বাড়ে না
ওখানেই থেমে থাকে
ওখানে থেকেই তার জীবনের দৈর্ঘ্য গননা শুরু হয়


পৃথিবীতে আসা এবং চলে যাওয়া
এ সময়টুকুই
জীবনের দৈর্ঘ্য
প্রকৃতির নিয়মে দৈর্ঘ্য ছোট বড় হয়
জীবনের প্রয়োজনেও হয়


জীবনের দৈর্ঘ্য বড় হলেও
জীবন ছোট হতে পারে
আবার ছোট দৈর্ঘ্যের জীবনে
প্রশস্থতা বেড়ে
বড় হতে পারে
কি অদ্ভুত নাহ!!!


এপ্রিল ২৬, ২০২২
মিরপুর, ঢাকা
দুপুর ১২টা